সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ওয়াপদা গেটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ তিনজনের প্রাণহানি হয়েছে।
শুক্রবার (৩ মে) সকাল ৬টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাস ওয়াপদা গেটের সামনে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালক মিন্টু (৩৫) নিহত ও ইজিবাইকের দুই যাত্রী গুরতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের যাত্রী আফতাব হোসেন (৪০) ও আবদুর রহিম (৪৩) মারা যান। তাদের বাড়ি ঢেলাপীর উত্তরা আবাসনে।
তিনি আরও জানান, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দুই ঘণ্টা সৈয়দপুর-নীলফামারী সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।