স্পোর্টস ডেস্ক : লন্ডনে আসন্ন এটিপি ট্যুর ফাইনালের জন্য ফিটনেস ধরে রাখতে চায় রজার ফেদেরার। তাই এই সপ্তাহের প্যারিসে মাস্টার্স-১০০০ টুর্নামেন্টটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন এই টেনিস গ্রেট।
গতকাল নিজ দেশের মাটিতে হওয়া বাসেল টুর্নামেন্টের ফাইনালে ফেদেরার প্রতিপক্ষ হিসেবে টেনিস কোর্টে মাঠে নামেন ইন-ফর্ম অ্যালেক্স ডি মিনর। ৬-২, ৬-২ সরাসরি সেটে ডি মিনরকে হারিয়ে নিজের ব্যাক্তিগত ১০ নম্বর বাসেল শিরোপাটি ঘড়ে তুলে নেয়, সুইস গ্রেট ফেদেরার।
ম্যাচ শেষে আবেগযুক্ত ফেদেরার বাসেল কোর্টে শিরোপা হাতে কেঁদে ফেলেন এবং বলেন, এই জয় তাকে কঠোর আঘাত করেছিল। আর এই শিরোপাটিই সম্ভবত বছরের শেষ টুর্নামেন্ট প্যারিস মাস্টার্স থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তেও সাহায্য করেছে।
প্যারিস মাস্টার্স থেকে নিজেকে প্রত্যাহার করার পর ফেদেরার বলেন, আমি অনেকটাই হতাশ যে প্যারিস টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করতে হচ্ছে। কেননা, আমার নিজেরও বিশ্রামের দরকার আছে। তাই লন্ডনে অনুষ্ঠিত এটিপি ট্যুর ফাইনালের আগে একটু বিশ্রাম নিতে চাই।
এছাড়াও ফ্রান্সের ভক্তদের উদ্দেশ্যে ফেদেরার বলেন, এটিপি ট্যুরে যতদূর সম্ভব খেলতে চাইলে আমাকে গতি বজায় রাখতে হবে। আর ফরাসি ভক্তদের জন্য খুবই দুঃখিত। যাদেরকে আমি পরের বছর রোল্যান্ড গ্যারোসে দেখতে পাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।