জুমবাংলা ডেস্ক : দেশের বাস্তবায়িত প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে সিসিটিভির মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। সভায় সব মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন।
প্রকল্পের গুণগত মান বজায় রাখতে চাপ অব্যাহত রাখা হচ্ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভারতের অন্ধ্রপ্রদেশে বড় বড় প্রকল্প সরাসরি সিটিটিভির মাধ্যমে অনলাইনে দেখা হয়। প্রকল্প পরিচালকরা রুমে বসেই ক’জন শ্রমিক আছে, কে কোথায় কী করছে, দেখেন। এই প্রযুক্তি আমাদের হাতেও আছে। আমরা এই প্রযুক্তি ব্যবহার করব।’
পানিসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে এভাবে প্রকল্প পরিচালনা করছে উল্লেখ করে এমএ মান্নান বলেন, ‘এটাকে আমরা আরও বিস্তৃত ও শক্তিশালী করব।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোনো কোনো প্রকল্প একবার, দুইবার, তিনবার সংশোধন করা হয়। একবার হতে পারে, কিন্তু তিনবার হওয়া স্বাস্থ্যসম্মত নয়। এটা প্রধানমন্ত্রী ভালো চেখে দেখেন না। আমাদের তো ভালোভাবে দেখার প্রশ্নই ওঠে না।’
তিনবার সংশোধনের জন্য আসাদের তালিকা তৈরি করা হবে উল্লেখ করে এমএ মান্নান বলেন, ‘কারা কারা তিনবার সংশোধনের জন্য আসছে আমাদের কাছে। একটা আলাদা সারসংক্ষেপ তৈরি করে এটা একনেকের নজরে আনা হবে। একনেকের নজরে আনা হবে মানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।