আন্তর্জাতিক ডেস্ক : ছোটবেলায় কমবেশি প্রত্যেকেই সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান বা অন্য কোনো সুপারহিরোর প্রতি আকৃষ্ট হন। বাস্তবে কি কখনো সুপারম্যানের সাক্ষাৎ মিলেছে? কিন্তু এবার সত্যিই ভারতের কানপুরে সুপারম্যানের দেখা মিলেছে, যার বয়স মাত্র সাত বছর। খুদে এই শিশুটি অনায়াসে স্পাইডারম্যানের মতো দেয়াল চড়তে পারে।
সম্প্রতি বার্তা সংস্থা এএনআই খুদে স্পাইডারম্যানের দেয়াল চড়ার একটি ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে প্রচার করে। এতে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়।
খুদে স্পাইডারম্যানের নাম যশরথ সিং গউর। তৃতীয় শ্রেণি পড়ুয়া যশরথ নিজেই স্পাইডারম্যানের ভক্ত। স্পাইডারম্যানের সিনেমা দেখে নিজে নিজে দেয়ালে চড়ার অভ্যাস করেন খুদে এ সুপারম্যান।
যশরথ বলেন, স্পাইডারম্যান সিনেমা দেখার পরেই হুবহু অনুশীলন করি। প্রথম দিকে কয়েকবার ব্যর্থ হয়েছিলাম। তবে ধীরে ধীরে দেয়ালে থাকার কৌশল রপ্ত করি। পরে ভাইকে বলতেই সে সবাইকে জানিয়ে দেয়।
যশরথ আরো বলেন, ভবিষ্যতে আইপিএস অফিসার হতে চাই। দেয়ালে চড়ার বিষয়ে পরিবার প্রথমে নিষেধ করেছিল। তবে তাদের কথা উপেক্ষা করে অনুশীলন করেছিলাম। এখন আমার বিরল কাণ্ডে তারা গর্ববোধ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।