বাঘায় বাস উল্টে ৬জনের প্রাণহানি

ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক : রাজশাহীর বাঘায় বাস উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন বাসের যাত্রী এবং একজন বাস হেল্পার। সকাল ৬টার দিকে একটি নসিমনকে জায়গা দিতে গিয়ে বাসটি খাঁদে পড়ে।

নিহতরা হলেন- আমেনা, মনোয়ারা ও বাসের হেল্পার হানিফ।

এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহশীন ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বাঘা থানার পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াহাব বলেন, সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে হেল্পার হানিফ বয়স্ক বাকিরা ২০-২৫ বছরের মধ্যে। বাসটি একটি নসিমনকে জায়গা দিতে গিয়ে খাঁদে পড়ে।

অপরদিকে বাগেরহাটে রামপালে ট্রাক-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতের সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাতপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, সকাল পনে সাতটার দিকে রামপাল সড়কে ট্রাক ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২ মে) রামপাল সড়কে মুখোমুখি সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।