রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণহানি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার (৪ মে) সকালে সদর উপজেলার আলাদীপুর জামাই পাগলের মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আসমা খাতুন ডলি নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার আব্দুল মাজেদের মেয়ে। বাকীদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনার পাইকগাছা থেকে ঢাকাগামী গ্রীণ বাংলা পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাটে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরি চলাচল বন্ধ দেখে যমুনা সেতু দিয়ে যাওয়ার জন্য ফিরে আসছিল। বাসটি আলাদিপুর জামাই পাগলের মাজার অতিক্রম করার সময় বিপরীতমুখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের মাঝের অংশ দুমড়ে মুচড়ে যায়।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে। বাস এবং ট্রাকের ড্রাইভার পালাতক রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।