জুমবাংলা ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
শুক্রবার সকাল ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, খুলনা থেকে ঢাকার মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাস নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। নিহত দুইজন মাইক্রোবাস যাত্রী ছিলেন।
পুলিশ যাত্রীবাহী পরিবহনটি জব্দ করেছে। তবে বাস চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।