আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের জাতীয় দিবসে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য বাদশাহ হামাদ বিন আইসা আল খলিফার আমন্ত্রণে আজ সোমবার বাহরাইনে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে গিয়ে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করেন তিনি।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সফরে পাকিস্তান-বাহরাইন দ্বিপক্ষীয় ইস্যু এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বাদশাহ হামাদ বিন আইসা আল খলিফার সঙ্গে আলোচনা করেছেন ইমরান খান। এছাড়া ইমরান খান উচ্চ শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, ক্রীড়া এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম বাহরাইনে সফর করেন ইমরান খান। এসময় তার সঙ্গে ছিলেন পাকিস্তনের উচ্চপর্যায়ের সরকারি আমলা ও মন্ত্রীগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


