আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে গত বছর বাহরাইনে ২৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নির্দেশনা অনুযায়ী মাস্ক, জনসমাগম ও সামাজিক দূরত্ব পালনসহ বেশ কয়েকটি ব্যবস্থা নেয়ার পর করোনা নিয়ন্ত্রণে সাফল্য অর্জন করেছে দেশটি।
৩ জানুয়ারি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার নেতৃত্বে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্স মহামারী বিরোধী লড়াইয়ে নতুন সাফল্য অর্জন করেছে।
৪ জানুয়ারি সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এক দিনে আক্রান্ত হয় ২ শত ৮৮ জন, মোট আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ হাজার ৭শ’ ৬৬ জন। মোট পরীক্ষা করা হয় ২৪ লাখ ৫ হাজার ৭ শত ২২ জন। মোট মৃতের সংখ্যা ছিল ৩৫২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।