বাহরাইনে যে সব প্রবাসী স্বাস্থ্যগত কারণে ও পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চেয়েছিলেন তাদের অনুরোধে বাংলাদেশ দূতাবাস এই বিশেষ ফ্লাইটের আয়োজন করে। এতে অনেক অসুস্থ রোগী এবং যারা বিশেষ অর্থ কষ্টে ভুগছিলেন, তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন।
মানামা দূতাবাস জানায়, যাত্রীদের মধ্যে প্রায় ৭০ জন প্রবাসী ছিলেন অসুস্থ রোগী এবং আরো ৪০ জন ছিলেন বাহরাইন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত কয়েদি।
বাংলাদেশ দূতাবাস প্রবাসী কল্যাণ তহবিল থেকে অসুস্থ রোগীদের ১৮ জনের পূর্ণ এবং প্রায় ৫০ জনের আংশিক প্লেন ভাড়া বহন করেছে। মুক্তিপ্রাপ্ত কয়েদীদের পূর্ণ প্লেন ভাড়া বহন করেছে বাহরাইন সরকার। বিমানটি ঢাকায় আনুমানিক রাত ১টায় অবতরণ করবে।সূত্র : বাংলানিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।