Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার পরও ১০ থেকে ১৫ জন ইসরায়েলিকে নিজেদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরব। এমনকি মুসলিম দেশটিতে প্রবেশের জন্য তারা ইসরায়েলের পাসপোর্টও ব্যবহার করেছে।
রবিবার ইসরায়েলের আর্মি রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, মোটর গাড়ির রেস ‘ডাকার র্যালিতে’ যোগ দিতে এসব ইসরায়েলি সৌদি আরব গিয়েছিল। তারা প্রতিযোগিতায় দুটি দলে ভাগ হয়ে যোগ দিয়েছে। এদের একটি দল যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ট্রাক দল ও বেলজিয়ামের নামে রেজিস্ট্রেশন করা আরেকটি যানের টিমের সঙ্গে যোগ দিয়েছে। গত ১৫ জানুয়ারি এই প্রতিযোগিতা শেষ হয়।
এ ব্যাপারে সৌদি আরবের গণমাধ্যম মন্ত্রণালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন কোনো মন্তব্য করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।