বাড়িতেই গুপ্তধন পেয়ে রাতারাতি লাখপতি হলেন দম্পতি

গুপ্তধন

আন্তর্জাতিক ডেস্ক : কার ভাগ্য কখন বদলে যায় কে বলতে পারে! বহু চেষ্টার পরেও মানুষের ভাগ্য বদলায় না। চাকরি, ব্যবসা থেকেও মানুষের অভাব যায় না। কিছুতেই যেন জীবন যুদ্ধে জিততে পারা যায় না। কিন্তু ভাগ্য সঙ্গ দিলে এক ঝটকায় বদলে যেতে পারে ভাগ্য। রাতারাতি হয়ে যেতে পারেন রাজা। গুপ্তধন নামের একটা বিষয়ের আগে খুব চল ছিল। আজকাল যদিও গুপ্তধন পাওয়া গেছে এমন খবর পাওয়া যায় না। কিন্তু আগের দিনে বাড়ি থেকেই গুপ্তধনের সন্ধান পেয়ে রাতারাতি ভাগ্য বদলেছে অনেকের।

গুপ্তধন

বাড়ির মাটি খুঁড়েই পাওয়া গেছে সোনার কয়েন ভর্তি কলসী। তবে সোনার কলসী না হলেও এমন এক অবাক করা কাণ্ড ঘটল আমারিকার এই দম্পতির সঙ্গে। যে খবর এখন ভাইরাল। ওহিয়োতে থাকতেন ওই দম্পতি। তাঁরা অনেক দিন ধরেই ভাবছিলেন বাড়ির বেসমেন্ট পরিস্কার করবেন। বহু বছর হয়ে গেছে বাড়ির নীচে থাকা ঘরে তাঁরা কেউ যান না। অনেকটা ভূতুড়ে হয়ে আছে ওই ঘর।

তাই স্বামী-স্ত্রী মিলে শুরু করেন বাড়ি পরিস্কার করা। আর পরিস্কার করতে গিয়েই বদলে যায় ওই দম্পতির ভাগ্য। বাড়ির নীচের এই ঘরে তাঁরা দেওয়ালের মাঝে একটি কাঠের বাক্স খুঁজে পান। সেই বাক্সটি পেয়ে তাঁরা ফেলে দিতে যান। কারণ বাক্সটা একেবারেই হালকা। তবে ফেলার আগে ভদ্রমহিলার মনে হয়, একবার খুলে দেখলে হয়। এই ভেবেই মহিলা কাঠের বাক্সটি অনেক চেষ্টার পরে খুলতে পারেন। খুলেই মাথা ঘুরে যায় তাঁদের। যদিও প্রথমে ভাবেন এগুলো কাগজ বা কোনও টিকিট কেউ জমিয়ে রেখেছেন। পরে দেখেন ওগুলো আসলে ডলার। সেই ডলার গুণে দেখেন ৩৩ লক্ষ টাকা রয়েছে সেখানে।

দ্বিতীয় বিয়ে করতে পারেন কাঁচা বাদাম খ্যাত ভুবন, ভয় পাচ্ছেন তাঁর স্ত্রী

এই গোটা ঘটনার কথা ছবি সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই ব্যক্তি। তিনি এও লেখেন যে তাঁর টাকার দরকার ছিল অনেক দিন ধরেই। বহু জায়গায় লোনের চেষ্টা করেও কিছু মেলেনি। নিকট আত্মীয়ের কাছে চেয়েও পাননি। অবশেষে বাড়ি বিক্রির কথা ভাবছিলেন ওই দম্পতি। আর সেই বাড়ি থেকেই এত টাকা পেয়ে যান তাঁরা। ওই ব্যক্তি জানিয়েছেন, এই বাড়ি তিনি কখনই বিক্রি করবেন না। কারণ তাঁর জীবনের কঠিন সময়ে এই বাড়ি থেকে পাওয়া গুপ্তধনেই মিলেছে সাহায্য। তিনি জানিয়েছেন, এই টাকা নিশ্চিত ভাবেই তাঁর পরিবারের কেউ রেখেছিলেন। হতে পারে তাঁর বাবা। যদিও তাঁর বাবা এখন বেঁচে নেই। আর এই বাক্সটি ৭০ বছর পুরোনো। এই খবর জানাজানি হতেই ভাইরাল হয়।