বিনোদন ডেস্ক : বলিউড খিলাড়ি অক্ষয় কুমার অভিনীত আগামী ছবি ‘লক্ষ্মী বম্ব’। রাঘব লরেন্স পরিচালিত সে ছবিতে রূপান্তরকামী অর্থাৎ হিজড়া চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ছবি মুক্তির আগে বাস্তবের হিজড়াদের বাড়ি তৈরিতে দেড় কোটি রূপি দান করলেন খিলাড়ি। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন পরিচালক রাঘব লরেন্স।
রূপান্তরকামী সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে অক্ষয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লরেন্স লিখেছেন, ‘হাই বন্ধু ও ভক্তরা, একটা সুখবর শেয়ার করতে চাই। দেশে এই প্রথম রূপান্তরকামীদের বাড়ি তৈরির জন্য দেড় কোটি রূপি দান করেছেন অক্ষয় কুমার।’
গত মে মাসে ‘লক্ষ্মী বম্ব’ প্রথম পোস্টার শেয়ার করেছিলেন অক্ষয়। সেখানে প্রতিমার সামনে লাল শাড়ি পরে, মাথায় সিঁদুর ও কপালে টিপ দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। হাতে লাল চুড়িও ছিল। তার এই সম্পূর্ণ ভিন্ন চেহারা নেটিজেনদের অবাক করে দেয়।
‘লক্ষ্মী বম্ব’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আডবানী। এটি ২০১১ সালের বিখ্যাত তামিল ছবি ‘মুনি ২: কাঞ্চনা’ ছবির রিমেক। ছবিতে বিগ-বি অমিতাভ বচ্চনও রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



