
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাঠগরা দাখিল মাদ্রাসার সহকারী মওলানা অছির উদ্দীন (৫০) এবং তার ছেলে জোবায়ের (১২)।
স্থানীয়রা জানান, বাবা ও ছেলে মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে শিয়ালগাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস (রাজ মেট্রো-ছ ১১-০০৮৬) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছেলে জোবায়ের এবং হাসপাতালে নেওয়ার পর বাবা অছির মারা যান। ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, ওই মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



