জুমবাংলা ডেস্ক : যশোরের চাঁচড়া এলাকার রওশন আরা (৪০) নামে এক নারীর জোর করে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। করুনা বেগম নামে এক নারী তার মেয়েসহ কয়েকজনকে নিয়ে এই কাজ করেছে। আজ মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন রওশন আরা। এ সময় তার সাথে তার মা বিলকিস বেগম উপস্থিত ছিলেন।
তবে চুল কাটার বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন করুনা বেগম। তিনি বলেছেন রওশন আরার কাছে বাড়ি ভাড়ার টাকা পাওনা রয়েছে। এ নিয়ে শক্রতার কারণে সে এমন অভিযোগ করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রওশন আরা বলেন, গত ১ মে সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি ফেরার সময় করুনা বেগম ও তার মেয়ে রীনা খাতুনসহ কয়েকজন জোর করে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর তারা মারধর করে তার চুল কেটে দেয়। এরপর চাঁচড়া ফাঁড়ির পুলিশ ডেকে মাদক ব্যবসায়ী বলে পুলিশে ধরিয়ে দেয়। তবে, থানার ওসি সাহেব তদন্ত করে আমাকে ছেড়ে দেয়।
লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, আমি আগে করুনা বেগমের বাড়িতে ভাড়া থাকতাম। করুনা বেগম তার বাড়িতে খারাপ মেয়েদের এনে দেহ ব্যবসা করতো। এটা জানতে পেরে আমি অন্য বাড়িতে চলে যাই। আমি ওই বাড়ি থেকে চলে আসার কিছুদিন পর করুনা বেগমের মেয়ে অশালীন অবস্থায় একজনের সাথে ধরা পড়ে। এতে করুনা মনে করে আমি এই খবর মানুষকে জানিয়েছি। কিন্তু আমি আসলে এ ব্যাপারে কাউকে কিছু জানাইনি। এই কারনে তারা আমাকে মারপিট করে আমার চুল কেটে দিয়েছে।
এ ব্যাপারে করুনা বেগম বলেন, ‘সে যা বলছে সব মিথ্যা। আমি বা আমার মেয়ে তার চুল কাটিনি। সে আমার বাড়ি ভাড়া থাকতো। তার কাছে আমি ভাড়ার ২২ হাজার টাকা পাবো। অথচ সে টাকা না দিয়ে উল্টো আমার বাড়ির অন্য দুই ভাড়াটিয়ার কাছে সুদে টাকা লাগাতো। তখন তার কাছে আমার পাওনা টাকা না দিয়ে সুদে টাকা খাটানোর বিষয়ে প্রশ্ন করলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। এমনকি আমার মেয়ের শ্বশুর বাড়িতে যেয়েও মেয়ের নামে কলঙ্ক ছড়াচ্ছে। এতে আমার মেয়ের সংসার ভাঙ্গার উপক্রম হয়েছে। আমি তার এমন ধরনের মানহানিকর কাজকর্মের বিচার চাই।’
এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, ‘কয়েকদিন আগে রওশন আরা অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিলেন, তখন তার সাথে করুনার পাওনা বাড়ি ভাড়া নিয়ে গোলযোগের বিষয়ে জানা যায়। তখন ওই মহিলা চুল কাটার বিষয়ে আমাদের কিছুই বলেনি। চুল কাটার বিষয় হলে আমাদের হালকাভাবে নেওয়ার কোন উপায় নেই। এবং পাওনা বাড়ি ভাড়া নিয়ে তারা আপোষ মিমাংশাও করেছে। রওশন আরার নামে মাদক মামলা আছে। সে জামিনে আছে। তবে তার চুল কাটার ঘটনা মেকিং হতে পারে বলে আমার ধারনা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।