জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী মাজারের পুকুর থেকে মানুষের মাথার খুলি ও পা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে প্রথমে খুলি ও পরে সন্ধ্যার দিকে খণ্ডিত দুটি পা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের এডিসি (উত্তর) আবু বক্কর সিদ্দিক বলেন, বিকেলে মাজারে আসা দর্শনার্থীদের দেয়া খবরে মাথার খুলিটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যার দিকে ডিম খুঁজতে গিয়ে দুটি পা ভাসতে দেখে কাছিম প্রজনন কেন্দ্রের লোকজন। পুকুরের বড়বড় কাছিমগুলো পা দুটি নিয়ে টানাটানি করছিল। খবর পেয়ে পা দুটিও উদ্ধার করা হয়।
বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার বলেন, উদ্ধার করা পা দুটির মধ্যে একটিতে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত মাংস আছে। অন্যটিতে মাংস আছে শুধু পায়ের পাতায়। পুকুরে থাকা কাছিম ও মাছ শরীরের মাংস খেয়ে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরো বলেন, লাশটি আনুমানিক চার ফুট উচ্চতার কোনো শিশুর হতে পারে। শিশুটি ছেলে নাকি মেয়ে, পুকুরে কী করে এলো পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।