জুমবাংলা ডেস্ক : অগ্রগতির ধারাবাহিকতায় এগিয়ে যাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) যেন পিছিয়ে না যায় সেজন্য প্রশিক্ষিত জনবলের বিকল্প নেই বলে মনে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউট তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কারিগরদের মাসব্যাপী ইঞ্জিন, বডি এবং অটো-ইলেকট্রিক ও এসি সিস্টেম প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি এবং বাংলাদেশ আনসার ভিডিপি ড্রাইভিং কোর্সের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিসি।
প্রশিক্ষণ হলো কর্মচারীদের সাফল্যের চাবিকাঠি এ কথা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, যার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে।
তিনি বলেন, প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরাই বিআরটিসির ধারক ও বাহক। সকলের নিরলস প্রচেষ্টায় অগ্রগতির ধারাবাহিকতায় এগিয়ে যাওয়া বিআরটিসি যেন পিছিয়ে না যায়, সেজন্য সবাইকে প্রশিক্ষণে মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিসি পরিচালক (অর্থ-হিসাব ও অপারেশন) ড. অনুপম সাহা, পরিচালক (কারিগরি) কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পরিচালক (প্রশাসন) এস. এম. কামরুজ্জামান, কোর্স পরিচালক ফাতেমা বেগম, কোর্স সমন্বয়ক শাহীন আলম প্রমুখ।
প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন কারিগরদের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্য থেকে প্রথম তিনজনকে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম হওয়া ফয়সল আহমেদকে চেয়ারম্যান পদক দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।