বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে গবেষণা সপ্তাহ।

রবিবার থেকে শুরু হয়ে এ গবেষণা উৎসব ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বিইউবিটি রিসার্চ গ্রাজুয়েট স্কুল আয়োজিত এ গবেষণা সপ্তাহে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম প্রদর্শন, পোস্টার প্রেজেন্টেশন, গবেষণাভিত্তিক কর্মশালা ও প্যানেল আলোচনা, শিক্ষার্থীদের গবেষণা আইডিয়া প্রতিযোগিতা এবং সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আরও পড়ুনঃ
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য মোহাম্মদ আবু ইউসুফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


