স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি হকি প্রতিযোগিতা আজ (৮ অক্টোবর) যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের হকি মাঠে সমাপ্ত হয়েছে।
প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার দল রানার আপ হয়েছে।
চূড়ান্ত খেলায় বিজয়ী দল ৩-১ গোলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে।
প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলের স্কোয়াড্রন লীডার মোঃ মোহাইমিনুল ইসলাম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন।
সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ কামরুল এহসান প্রধান অতিথি হিসাবে চূড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং পুরস্কার বিতরণ করেন।
পাঁচদিন ব্যাপী এ প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


