পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মৎস্য আড়ৎদার ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারী অন্তত ৫০ জন হিন্দু সম্প্রদায়ের মানুষসহ দুই শতাধিক ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় মহিপুর মৎস্য বন্দরের সামনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
সভায় ব্যবসায়ী, ইউনিয়ন পরিষদ সদস্য, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় নবাগত সদস্যরা ফুলের তোড়া দিয়ে কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদককে দলীয়ভাবে শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক সজীব হাওলাদার।
এছাড়াও লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক মিজান প্যাদা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খাঁন, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হ্যান্ডলিং সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



