‘বিএনপির কোনো আদর্শ নেই, আজ তারা অস্তিত্বহীন’

গাজীপুর প্রতিনিধি :  বিএনপির কোনো আদর্শ নেই বলেই তারা আজ অস্তিত্বীন বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আ’লীগের সভাপতি এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে পৌরসভার দেওপাড়া এলাকায় শহীদ ময়েজউদ্দিন ফেরিঘাট রেলওয়ে ঈদগাহ ময়দানে তিনি সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, কালীগঞ্জে এক সময় সন্ত্রাসীদের রাজ্যত্ব ছিল। এখন এলাকায় শান্তি বিরাজ করছে। শিল্প প্রতিষ্ঠান ও রাস্তাঘাট হওয়ায় এলাকা উন্নয়ন দিকে এগিয়ে যাচ্ছে।

কালীগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গাজীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি এস. এম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, শ্রম বিষয়ক সম্পাদক মো. শাহাব উদ্দিন আহাম্মেদ, সদস্য মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, এ্যাড. মাকসুদ উল আলম খান মাসুদ ও তাসলিমা রহমান লাভলী।

পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আ’লীগের সভাপতি এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক হিসেবে এইচ এম আবুবকর চৌধূরীরের নাম ঘোষণা করেন। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।