বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না

বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধ করলে কোনো ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটোরিয়ামে সাংবাদিক সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বাচ্চু আরও বলেন, দেশ যখন চরম সংকট থেকে উত্তরণ হয়ে একটি সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে, তখনই ওই আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের বানোয়াট, মিথ্যা, সাজানো তথ্য দিয়ে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। মাসে ৪’শ কোটি টাকার বাণিজ্য : গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির— শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। আমার নামসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাদের নাম সংবাদে উল্লেখ করা হয়েছে। যা পুরো মিথ্যা ও বানোয়াট। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে গাজীপুর জেলা ও শ্রীপুর বিএনপি কোনো ধরনের কমিটি গঠন করেনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম নয়ন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জিয়াউল করিম রিফাত মোড়ল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার।

কালিয়াকৈর ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, সড়ক অবরোধ