রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল মহাসড়ক। মনোনয়ন বঞ্চিত আসলাম মিয়ার অনুসারীরা বিকেলে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত আসলাম মিয়ার অনুসারীরা।
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক ও রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দুটি পয়েন্টেই বিক্ষোভে অংশ নেন তারা।
এ সময় বিক্ষোভকারীরা জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের দেওয়া মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আসলাম মিয়াকে প্রার্থী করার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, গত ১৭ বছরে দলের সব আন্দোলন-সংগ্রামে আসলাম মিয়া সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, নির্যাতনের সময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। দলের দুর্দিনে যিনি ত্যাগ ও সাহস দেখিয়েছেন, তাকেই মনোনয়ন দেওয়া উচিত। তাদের দাবি—রাজবাড়ী-১ আসনে আসলাম মিয়াকে ধানের শীষের প্রার্থী করা হলে তার বিজয় ঠেকানোর শক্তি কারও নেই।
এদিকে মহাসড়কে বিক্ষোভের কারণে সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক থেকে সরলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ প্রমূখ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



