
রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন যাচাই বাছাইয়ের পর বিএনপি মেয়র প্রার্থী হুমায়ুন কবির সিকদার ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. ইউছুফকে মেয়র পদে হলফ নামায় স্বাক্ষর না থাকায় এবং বিএনপির প্রার্থী আয়কর ও হলফনামায় মিল না থাকায় তাকে প্রার্থী হিসেবে বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ৩ (৭,৮ ও ৯) এর তিনজন নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে সাধারণ কাউন্সিলর প্রার্থী চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী কামরুনাহার মঞ্জু, নাজমা বেগম ও হোসনে আরার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
সাধারণ কাউন্সিলরদের মধ্যে যাদের বাতিল করা হয়েছে, তারা হলেন- ৩নং ওয়ার্ডের প্রার্থী আজাদ, ৬নং ওয়ার্ডের ছালাহউদ্দীন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিদ্দিক উল্লাহ মোক্তাদির ৯নং ওয়ার্ডের মো. করিম মুন্সীকে অবৈধ ঘোষণা করেছেন তার বিরুদ্ধে মামলা থাকায় এবং মামলা তথ্য নির্বাচনীয় হলফ নামায় উল্লেখ না করায় করিম মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।
এ দিকে বিএনপির প্রার্থী হুমায়ুন কবির সিকদার বলেন, জেলা প্রশাসক বরাবরে আপিল করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো রুহুল আমিন জানান, যারা প্রার্থী হিসেবে বাতিল হয়েছেন তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



