বিএনপি আসলে নির্বাচন পেছাবে কি না, জানালেন সিইসি

সিইসি

সিইসিজুমবাংলা ডেস্ক : বিএনপি নির্বাচনে এলে তপশিল পুনর্নির্ধারণ করা যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘আমাদের কমিশনাররা বলেছেন যদি বিএনপি নির্বাচনে আসে তপশিল রিসিডিউল করা যেতে পারে, এটা নির্বাচন পেছানো বলা যায় না। তপশিল রিসিডিউল করে তাদের (বিএনপি) অ্যাকোমোডেট করা হবে।’

রবিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

বিএনপি ভোটে না এলে নির্বাচন কমিশন কী করবে জানতে চাইলে সিইসি বলেন, ‘এগুলো নিয়ে আমি উত্তর দেব না। বিএনপিকে একবার নয়, দুবার নয়, পাঁচবার নয়, দশবার আমন্ত্রণ জানিয়েছি; তারা আসেনি। এখনো সময় আছে। সমঝোতা হলে আমাদের জন্য সহজ হয়ে যায়। আশা করি, তারা যদি আসে পুরো জাতির জন্য সৌভাগ্য হবে। আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক।’

তপশিল পেছানোর প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের নির্বাচন কমিশনাররা তপশিল পুনর্নির্ধারণের কথা বলেছেন। এর অর্থ এই নয় যে ভোটের তারিখ পেছানো হবে।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে সিইসি বলেন, ‘সেনাবাহিনী (সশস্ত্র বাহিনী) নিয়ে একেবারে শেষ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যদি প্রয়োজন মনে করি, চাইলে তারা (সরকার) আমাদের দেবে। এ নিয়ে কোনো সংশয় নেই।’

বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিলো উত্তর কোরিয়া