বগুড়ার নন্দীগ্রামে বিএনপি থেকে সরে এসে ৩৩ জন নেতা-কর্মী যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
স্থানীয় ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহসচিব মো. মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুর রহমান। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বিএনপি নেতা-কর্মীদের জামায়াতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবযোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, “জামায়াতে ইসলামী দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী সকল মানুষের জন্য উন্মুক্ত একটি রাজনৈতিক সংগঠন। নতুন সদস্যদের অংশগ্রহণে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও শক্তিশালী হবে।”
যোগদানকারীদের মধ্যে রয়েছেন ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী, বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম, খোরশেদ মোস্তাকসহ মোট ৩৩ জন নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে ফুল দিয়ে নবযোগদানকারীদের বরণ করে নেন জামায়াতের স্থানীয় নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



