জুমবাংলা ডেস্ক: বিএনপি-জামায়াতের নৃশংস হামলায় লালমনিরহাটে মোঃ জাহাঙ্গীর নামে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
আজ (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি মিছিলে বিএনপি-জামায়াতের কর্মীরা নৃশংস ও অতর্কিত হামলা চালায়। এতে গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর (৪৮) গুরুতর আহত হন।
উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে লালমনিরহাট সদর উপজেলাধীন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল বের হয়। এই শান্তি মিছিল চলাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দেশিয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এসময় জাহাঙ্গীরসহ আরও অনেকে আহত হন।
আহত আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আরও দু’জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।