বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ড. আসিফ নজরুল বলেন, বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে যে সরকার নিরপেক্ষভাবেই কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, তবে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে বাস্তব অগ্রগতি দেখা গেলে এসব সংশয় দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জনপ্রশাসনে বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিজেই বিষয়টি দেখভাল করবেন। সব দলই প্রশাসনে দলীয় প্রভাবের অভিযোগ করছে, যা প্রমাণ করে সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।
১৫ সেনা সদস্যকে সাবজেলে রাখার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, গুম-খুন মামলার আসামি সেনা কর্মকর্তাদের সাবজেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রদর্শন প্রশংসনীয়। আসামিদের কোথায় রাখা হবে, তা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়।
উল্লেখ্য, মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।