জুমবাংলা ডেস্ক : কুমিল্লার দেবিদ্বারে করোনাভাইরাসে মৃতদের দাফন কাজে এগিয়ে এসেছে উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের ‘জেড ফোর্স ২১’ নামে একটি সংগঠন। গতকাল মঙ্গলবার করোনার উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া উপজেলার রাজামেহার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুল ইসলাম সরকারের লাশ দাফনের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
‘জেড ফোর্স ২১’র সদস্যরা জানান, মনিরুল ইসলামের লাশ গোসল, দাফন ও আনুসাঙ্গিক কাজের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। দেবিদ্বারকে সুন্দর ও নিরাপদ রাখতে, অসহায়দের পাশে দাঁড়াতে, করোনায় কোনো রোগী আক্রান্ত হলে তাকে সহজে চিকিৎসা পাইয়ে দিতে সহযোগীতা করবে সংগঠনটি। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দাফন-কাফনের দায়িত্ব নেবে ‘জেড ফোর্স ২১’ টিম।
সংগঠনের সদস্যরা বলেন, ‘করোনায় হতাশ হবেন না, ভয়ে ভীত হবেন না, ঘরে থাকুন, ঘন ঘন হাত ধৌত করুন, নিজে নিরাপদে থাকুন ও অপরকে নিরাপদ রাখতে সহযোগিতা করুন, কোনো সমস্যা গোপন না রেখে আমাদের ‘জেড ফোর্স ২১’ কে ডাকুন। এই টিম সেবা দিতে সদা প্রস্তুত। মনে সাহস রাখুন ‘জেড ফোর্স ২১’ আছে আপনার পাশে।’
হংকং বিএনপি নেতা এএফএম তারেক মুন্সি বলেন, ‘মানবিকতা থেকে ‘জেড ফোর্স ২১’ টিম গঠন করা হয়েছে। ছাত্রদলের এমন মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি সবর্দা এ টিমকে যেকোনো সহযোগিতা করব এবং তাদের পাশে থাকব।’
দেবিদ্বার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, উপজেলার চার চারবারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মুঞ্জুরুল আহসান মুন্সির নির্দেশনায় ‘জেড ফোর্স ২১’ নামে একটি টিম প্রস্তুত করা হয়েছে। তারা দেবিদ্বার উপজেলায় করোনায় মারা যাওয়ায় ব্যক্তিদের দাফনের যাবতীয় ব্যবস্থা করবে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মুঞ্জুরুল আহসান মুন্সি বলেন, ‘রাজামেহার ইউনিয়নের সাবেক দুবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম সরকারের লাশ গোসল, জানাজা, দাফন কাজে এগিয়ে এসেছে ছাত্রদলের ‘জেড ফোর্স ২১’ সদস্যরা। মানুষের এমন দুর্দিনে আমি চাই, আমার সকল নেতাকর্মীরাও মানুষের এমন বিপদে তাদের পাশে দাঁড়াবেন। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।