জুমবাংলা ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে এজেন্টকে বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী মো. ইমাম হোসেন।
রবিবার সকল ১০টায় সংবাদ সম্মেলন করে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বিএনপির মেয়র প্রার্থী মো. ইমাম হোসেন সংবাদ সম্মেলনে বলেন, আমার নির্বাচনী এজেন্টকে জোরপূর্বক বের করে দিয়েছে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থীর লোকজন। আমি নির্বাচনী পরিবেশ না পাওয়ায় নির্বাচন বর্জন করালাম।
আমি ধারণা করেছিলাম, প্রশাসন নির্বাচনী পরিবেশ তৈরি করবে কিন্তু তার উল্টো হয়েছে।এমতাবস্থায় আমি আর কোনো উপায় না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াই।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, সাবেক যুবদল আহ্বায়ক মো. নাছির উদ্দিন পাটওয়ারী, বিএনপি নেতা টুটুল পাটওয়ারী, আমজাদ হোসেন শিপন,শাওন পাঠান, সোহাগ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


