জুমবাংলা ডেস্ক : মোংলা বন্দর পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৭টার দিকে শহরের বটতলা মোড় শেখপাড়া মসজিদের সামনে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী ও তার লোকজনের ওপর এ হামলা চালানো হয়।
দুবৃর্ত্তদের হাত থেকে মেয়র প্রার্থী রক্ষা পেলেও এ সময় মাছুম মোল্লা বাবু (৩৯) ও হাজী আলম (৫০) নামের দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
বিএনপি সমর্থকদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
তারা জানান, তাদের ওপর হামলার চালানোর এক পর্যায়ে স্থানীয় লোকজন ছুটে আসলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। আহত দুজনকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেয়র জুলফিকার আলী বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সন্ধ্যার দিকে পৌর শহরের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে দেখা করে দোয়া চাওয়ার জন্য বের হই, পরে রাত ৭টার দিকে ৭ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে ১০/১৫ জনের একদল দুবৃর্ত্ত আমার লোকজনের ওপর হামলা চালায়।
হামলার ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারী সবাইকে চিনতে না পারলেও কাশেম, ছলেমান, জাফর, রাসেল নামে চারজন ব্যক্তিকে হামলাকারীদের মধ্যে চিহ্নিত করেন মেয়র জুলফিকার আলী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।