বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগ

জুমবাংলা ডেস্ক : এবার পদত্যাগ করলেন শেয়ারবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠান।

শিবলী রুবাইয়াত বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে পদত্যাগ করেন বাংলাদেশ গভর্নর আবদুর রউফ তালুকদার।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রশাসন ও বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিদের পদত্যাগের হিড়িক পড়েছে। কেউ স্বেচ্ছায়, কেউ বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীন চাপের মুখে পদ ছাড়ছেন। গত বৃহস্পতিবার নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের মধ্য দিয়ে তার কাজ শুরু করেছে। নিজেদের কাজের স্বাচ্ছন্দের জন্য তারা শিগগিরই আগের সরকারের প্রশাসন রদবদল করে ঢেলে সাজাবেন বলে জানা যাচ্ছে।

২০২০ সাল থেকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তার প্রথম মেয়াদ শেষ হওয়ার আগে গত ১৭ মে থেকে পরবর্তী চার বছরের জন্য আরও এক মেয়াদে তাকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়। পুঁজিবাজার উন্নয়নে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নিয়োগ শেখ হাসিনা সরকারের পছন্দ ছিল বলে তখন প্রচার ছিল।

যেসব কারণে হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান