জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাটে বিএসএফের গুলিতে আব্দুল জলিল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলার হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া স্থলবন্দরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল উপজেলার গোবরাকোড়া ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। হালুয়াঘাট থানার ওসি আরী মাহমুদ বলেন, গতকাল রাত থেকেই নিহত আব্দুল জলিল নিঁখোজ ছিলেন। সে মানসিক প্রতিবন্ধী ছিল।
কখন বিএসএফের গুলিতে মারা গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুনছি ১২টার দিকে। কখন মারা গেছে তা সঠিক জানতে পারিনি। কি কারণে সে সীমান্ত এলাকায় গিয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। তাই বিষয়টি সঠিক বলা যাচ্ছে না।
পরে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানানো হবে। কড়ইতলী বিজিবি’র কোম্পানী কমান্ডার আব্দুল মজিদ জানান, দুই দেশের বিএসএফ আর বিজিবি’র মধ্যে আলোচনা চলছে। শীঘ্রই লাশটি দেশে আনার চেষ্টা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।