জুমবাংলা ডেস্ক : ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এবার এক ভারতীয় যুবক গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৫ এস-এর কাছে এ ঘটনা ঘটে। পরে নাগেশ্বরী থানা পুলিশ তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গুলিবিদ্ধ ভারতীয় নাগরিকের নাম মিলন মিয়া (১৮)। তিনি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাইদানের কুঠি গ্রামের জগু আলমের ছেলে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) পুলক কুমার সরকার বলেন, ভারতীয় ওই যুবক পাঁজরের ডান দিকে গুলিবিদ্ধ হয়েছেন। ভোর ৪টায় তাঁকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানা গেছে, এ ঘটনায় আজ রোববার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের ৯৪৬ আন্তর্জাতিক পিলারের কাছে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, কাঁটাতারের বেড়ার কাছে মাদক চোরাচালানের সময় মিলনকে গুলি করা হয়। পরে অহত অবস্থায় তিনি বাংলাদেশে অনুপ্রবেশ করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রোববার সন্ধ্যার আগেই তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।
এছাড়া কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামাল জানান, লালমনিরহাট ১৫ বিজিবি ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে লালমনিরহাট বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।