জুমবাংলা ডেস্ক : বিমান ও মহাকাশ গবেষণার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ)’ এর নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি।
বিদায়ী ভাইস চ্যান্সেলর এ এস এম ফকরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তার দায়িত্বভার ২৭ জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন উপাচার্যকে হস্তান্তর করেন। নতুন উপাচার্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং বিএসএমআরএএইউকে বিমান ও মহাকাশ গবেষণার উৎকর্ষ কেন্দ্রে পরিণত করতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি একজন দক্ষ এয়ার ডিফেন্স উইপন্স কন্ট্রোলার হিসেবে তিন যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের সামরিক বিমান, রাডার ও মহাকাশ খাতের সঙ্গে যুক্ত। তিনি কর্ম জীবনের বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সামগ্রিক পেশাগত সক্ষমতা বৃদ্ধির জন্য দলীয় বিন্যাস, সৃষ্টিশীলতা ও উদ্ভাবনী ক্ষেত্রে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন।
তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এন ডি সি কোর্স সম্পন্ন করেন। শিক্ষাগতভাবে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিফেন্স স্টাডিজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে সিকিউরিটি স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ভারতের কলেজ অব ডিফেন্স ম্যানেজমেন্ট থেকে হাইয়ার ডিফেন্স ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তার অসামান্য কর্মজীবনে, তিনি বিমান বাহিনী সদর দপ্তরের পরিচালক আকাশ প্রতিরক্ষা পরিদপ্তর, বিভিন্ন ঘাঁটির উইং অধিনায়ক, বিভিন্ন রাডার ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি কুয়েত, ডি আর কঙ্গো এবং মালিতে সফলতার সাথে জাতিসংঘ মিশন সম্পন্ন করেন। অত্র বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদানের পূর্বে তিনি বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ব্যক্তি জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত পিতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।