জুমবাংলা ডেস্ক: দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য বিষয়ক পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান মিজ জুং চু সু ও দক্ষিণ কোরিয়ার এম্বাসেডর লি জ্যাং কিউন নেতৃত্বে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সকালে (৩ নভেম্বর ২০২২খ্রিষ্টাব্দ) দক্ষিণ কোরিয়ার এ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালে পৌঁছালে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের পক্ষে তাদের পরিচালক ব্রিঃ জেঃ ডা. আব্দুল্লাহ আল হারুন ও সুপার স্পেশালাইজড-২ (বেতার ভবন) প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার ই মাহাবুব অভ্যর্ত্থনা জানান।
পরিদর্শনকালে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং তারা নির্মাণ কাজের সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শন শেষে তারা বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল ও সুপার স্পেশালাইজড-২ (বেতার ভবন) নির্মাণ কাজের বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। উপাচার্য কোরিয়ার সরকার এবং কোরিয়ার এক্সিম ব্যাংককে ধন্যবাদ জ্ঞাপন করেন। কোরিয়ার এ প্রতিনিধি দল তাদের সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে ভবিষ্যতেও আর্থিক ও কারিগরি সহযোগীতার প্রতিশ্রুতি দেন।এ সভা শেষে উপাচার্যের সাথে শুভেচ্ছা স্মারক বিনিময় করে।
বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রি.জে. ডা. আব্দুল্লাহ আল হারুন, সুপার স্পেশালাইজড হাসপাতাল-২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার ই মাহবুব, অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।