বিএসটিআইয়ের হালাল সনদ প্রদান শুরু

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই এতদিন বিভিন্ন ধরনের পণ্যের মানগত সনদ দিয়ে আসছে। এবার ‘হালাল সনদ’ও দিতে শুরু করেছে সরকারি সংস্থাটি। আজ সোমবার বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩টি প্রতিষ্ঠানের ৯টি পণ্যের হালাল সনদ দেওয়ার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সনদ প্রদান অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক ড. নজরুল আনোয়ার উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে হালাল সনদ দেওয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন।

এ ক্ষেত্রে হালাল সংক্রান্ত আন্তর্জাতিক তিনটি মানকে দেশীয় মানদণ্ড হিসেবে গ্রহণের কথা জানিয়ে বলা হয়েছে, সেই মানগুলো অনুসারণ করেই পণ্যের সনদ দেওয়া হচ্ছে। ইসলামি সহযোগিতা সংস্থা, ওআইসির হালাল মান সনদ সংস্থার সদস্য বাংলাদেশ। দেশীয় পণ্যের রপ্তানি সম্প্রসারণ করতে এই সনদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএসটিআইর হালাল সনদ প্রদান উদ্বোধন

হালাল সনদ প্রদানের প্রক্রিয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্পৃক্ত রয়েছে। এর মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআই, বিসিআই, ডিসিসিআই, ক্যাব যেমন রয়েছে, তেমনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ফার্মেসি বিভাগ, ইসলামিক স্টাডিজ বিভাগ, আলিয়া ও কওমি মাদ্রাসার বিশেষজ্ঞরা রয়েছেন।

বিএসটিআইয়ের ওয়ানস্টপ পয়েন্ট থেকে পণ্যের মান সনদ ও হালাল সনদ পাবেন ব্যবসায়ীরা। আজ প্রথমবারের মতো এই সনদ পাওয়া পণ্যগুলো হলো- অলিম্পিক ওয়েফার বিস্কুট, লজেন্স, প্লেইন কেক ও টফি, ইনস্ট্যান্ট নুডলস ও চিপস।

বাংলাদেশের দারিদ্র্য হার ১১ দশমিক ৯ শতাংশে হ্রাস পেয়েছে