বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি বিকল ট্রাকের নিচে চাপা পড়ে দুজন ট্রাকচালক এবং একজন সহকারীর প্রাণহানি হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। শনিবার সকাল ১০টায় নিহতদের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরতলা গ্রামের আব্দুল কাদের বয়াতির ছেলে ট্রাকচালক মো. আক্তার (৩০), বরিশাল সদরের উত্তর চরজাগুয়া এলাকার আব্দুল আজিজের ছেলে মো. রাসেল (২২) এবং চালকের সহকারী পিরোজপুরের মঠবাড়িয়ার মো. সুমনের ছেলে মো. সোহান (৩০)।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে বরিশালগামী একটি ট্রাক গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় বিকল হয়। খবর পেয়ে ওই ট্রাক চালকের ঘনিষ্ঠ বরিশালগামী আরেকটি ট্রাকের চালক তার ট্রাক পাশাপাশি থামিয়ে বিকল ট্রাকের চালকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বেপরোয়া গতিতে বরিশালগামী একটি কাভার্ডভ্যান বিকল ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিকল ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকা দুই ট্রাকচালক এবং একজন সহকারী নিহত হন। খবর পেয়ে রাতেই দুর্ঘটনাকবিলত ট্রাক সড়কের পাশে রাখা হয়।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে মর্গে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত তিনটি যান জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানটির চালক পলাতক রয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।