নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম করে ৩-১ গোলে স্বাগতিক ভুটানের বিরুদ্ধে জিতেছে বাংলাদেশ। এবার তাদের লক্ষ্য ভারত বধ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
শুক্রবার (২২ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা।
ভুটানের ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছে দল। দ্বিতীয় ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি না করার দিকেই এখন নজর কোচিং স্টাফদের। সহকারী কোচ আবুল হোসেন জানিয়েছেন, ভারতের বিপক্ষে ম্যাচে ভুলগুলো সংশোধনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে দল।
প্রথম ম্যাচে নেপালকে বিধ্বস্ত করেছে ভারত। তাদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে সতর্ক বাংলাদেশ শিবির। শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা ভারতই এটা মানছেন কোচিং স্টাফরা। তাই ম্যাচে আক্রমণভাগ থেকে শুরু করে রক্ষণে সর্বোচ্চটা দিতে চান বাংলাদেশের ফুটবলাররা।
সাফ অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টে এবারও প্রত্যাশার চাপ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বয়সভিত্তিক সাফ আসরে এতদিনে মোট ৭টি শিরোপা জিতেছে জয়ীতারা, তবে অনূর্ধ্ব-১৭ সাফ এখনো অধরাই রয়ে গেছে। এবার সেই স্বপ্ন পূরণে এক ঝাঁক নতুন মুখ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে এগোচ্ছে দল।
টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। ভারতের বিপক্ষে ম্যাচের পর ২৪ ও ২৭ আগস্ট নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৯ আগস্ট ভুটান ও ৩১ আগস্ট আবারও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।