স্পোর্টস ডেস্ক: শারজায় আজ বিকাল ৪টায় লংকানদের হারানোর মিশনে নামবে বাংলাদেশ। শ্রীলংকাকে দিয়ে শুরুর অভিযানে বাংলাদেশ কত দ্রুত মানিয়ে নিতে পারবে, সেটাই এখন দেখার।
ওমান থেকে আরব আমিরাতের দুবাইয়ে আসার পর টাইগাররা অনুশীলনের সুযোগ পেয়েছে মাত্র একদিন। তবে এর আগে দুটি প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিয়েছে বাংলাদেশ।
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘কয়েকমাস আগে আমরা শ্রীলংকার বিপক্ষে খেলেছি। টেস্ট ও ওয়ানডেতে তাদের বিপক্ষে ভালো লড়াই করেছি। আমাদের স্কিলফুল বোলার ও কিছু ভালো ব্যাটসম্যান নিয়ে ভারসাম্যপূর্ণ দল। বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আছে। কন্ডিশনও আমাদের পক্ষে। শারজার উইকেট অনেকটা ঢাকার মতো। আশা করি, ম্যাচে এগুলো আমাদের সহায়তা করবে।’
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের রেকর্ড হতাশার। এবার আসরে অতীতের রেকর্ড থেকে বেরিয়ে আসার পারফরম্যান্স আশা করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ফেভারিট না হলেও চমকের সম্ভাবনা উঁকি দিচ্ছে মাহমুদউল্লাহদের ঘিরে। তবে সুপার টুয়েলভের চ্যালেঞ্জ যে ঢের বেশি হবে, সবারই তা জানা। বাংলাদেশ দলের চিন্তা টপঅর্ডার নিয়ে। ওপেনিংয়ে বড় জুটি হচ্ছে না। মুশফিকুর রহিম চেনা ছন্দে নেই। সাকিব ও মাহমুদউল্লাহ আত্মবিশ্বাস জোগাচ্ছেন। বোলিং ইউনিট গুছিয়ে নিয়েছেন সাকিব-মোস্তাফিজরা। আগের ম্যাচে পাকিস্তানের শহিদ আফ্রিদির সঙ্গে ভাগ বসানো সাকিবের আজ সুযোগ আছে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে ওঠার।
ওমানে প্রথম পর্বের শেষ ম্যাচে জিতে সংযুক্ত আরব আমিরাতে এসেছে শ্রীলংকা। তারা সাকিব ও মোস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজিয়েছে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দাশুন শানাকা বলেন, ‘পেস বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে। ভালো পরিকল্পনাই সাজিয়েছি আমরা। বিশেষভাবে ফিজ এবং সাকিবকে নিয়ে। অন্য স্পিনারদের কথাও ভুলে গেলে চলবে না। আমাদের ভালো পরিকল্পনা আছে। আশা করছি আগামীকাল (আজ) ভালো একটি ম্যাচ হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।