জুমবাংলা ডেস্ক : বাচ্চাকে স্কুলে দিয়ে গার্ডিয়ান রুমে আড্ডা দেওয়ার সময় সাবিহা ইসলাম বিকাশ অ্যামেজিং ডিলস এর কথা শুনলেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করে কোকা-কোলা, পেপসি অথবা লাইফবয় কেনা যাবে মাত্র ১ টাকায়! তাই স্কুল শেষ করে বাসায় ফেরার সময় দেরি না করেই এলাকার দোকান থেকে কোকা-কোলা কিনে নিয়ে এসেছেন। বিকাশ অ্যাপ দিয়ে ৩০ টাকা পেমেন্ট করে ৪০০মিলি কোকা-কোলা কিনে সাথে সাথেই ক্যাশব্যাক পেয়েছেন ২৯ টাকা, মানে মাত্র ১ টাকায় কোকা-কোলা।
দেশজুড়ে নির্দিষ্ট দোকানে নতুন অ্যাপ দিয়ে ৩০ টাকা পেমেন্ট বিকাশ করে ৫০০ মিলি পেপসি, ৪০০ মিলি কোকা-কোলা অথবা ১০০ গ্রাম লাইফবয় সোপ কিনলে সাথে সাথেই পাওয়া যাবে ২৯ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক বিকাশ অ্যাপ এ লগ ইন করেই দেখতে পাবেন তাঁর এলাকার কোন দোকানে অফারটি চলছে। যেমন, একজন গ্রাহক ধানমন্ডি এলাকায় গিয়ে বিকাশ অ্যাপ এ লগ ইন করলে ধানমন্ডি এলাকায় যত অফার তার তালিকা দেখতে পাবেন, আবার গুলশান আসলে তা গুলশানের লোকেশন অনুযায়ী স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তিত হয়ে যাবে।
৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত একজন গ্রাহক একবার অফারটি নিতে পারবেন। এর আগেই বিকাশ অ্যাপ এর নতুন ভার্সন রিলিজের সময় এই ১ টাকার অফার দেশব্যাপী বিপুল সাড়া ফেলেছিলো।
বিকাশ অ্যাপের মাধ্যমে এই ১ টাকার অফারটি পেতে হলে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। বিকাশ একাউন্ট না থাকলে জাতীর পরিচয় পত্র দিয়ে মিনিটেই একাউন্ট খোলা যাবে। তারপর সাইন আপ করে লগ ইন করলেই উপভোগ করা যাবে অ্যামেজিং ডিলস এর এই অফার। আর যাদের ইতোমধ্যে বিকাশ একাউন্ট আছে তারা শুধু লগ ইন করেই এলাকার নির্দিষ্ট দোকান থেকে বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করেই উপভোগ করতে পারবেন এই অফারটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।