
Advertisement
জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় বিসিকের সামনে দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন।
তবে পুলিশ তাদের নাম পরিচয় জানাতে পারেনি। এমনকি কীভাবে কোন গাড়ির সঙ্গে সংঘর্ষে তারা মারা গেছেন তাও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বুধবার রাত সোয়া ৯টার দিকে সাতক্ষীরা শহর থেকে ৬ কিলোমিটার দূরে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানার এসআই মো. মিজানুর রহমান জানান, লাশ দুটি গাড়ির চাপায় থেঁতলে বিকৃত হয়ে গেছে। লাশের পাশেই মোটরসাইকেলটি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। নিহতদের এখনো শনাক্ত করা যায়নি। তাছাড়া কীভাবে কোন গাড়ির সঙ্গে সংঘর্ষে তারা নিহত হলেন তাও নিশ্চিত করা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।