স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করেছেন সাকিব আল হাসান। শনিবার থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন শুরু করেছেন তিনি।
তার অনুশীলন তত্ত্বাবধান করছেন শৈশবের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এর আগে বুধবার দীর্ঘ ৬ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। এরপর তার করোনা পরীক্ষা করা হয়।
শুক্রবার তার ফলাফল নেগেটিভ আসলে বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের প্রস্তুতি নেন তিনি। শুক্রবারই তিনি বিকেএসপিতে চলে যান। সেখানে তিনি উঠেছেন ভিআইপি রেস্ট হাউস মধুমতিতে।
আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে সাকিবের। আইসিসির নিষেধাজ্ঞার কারণে এই সময়ে বিসিবির প্রত্যক্ষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন সাকিব।
তাই তিনি অনুশীলনের জন্য বিকেএসপিকে বেছে নিয়েছেন। অনুশীলন শেষে শ্রীলঙ্কায় একক ভাবে যাবেন সাকিব। সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই মাঠে নামার কথা রয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।