অর্থনীতি ডেস্ক : মরণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে বিক্রি বেড়েছে সুপার শপের। কাঁচাবাজারের তুলনায় ভীড় কম আর পরিচ্ছন্নতা থাকায় এ দিকেই বাজার করতে ছুটছেন বিত্তবানরা।
এখানে কেনাকাটা করে সকলে নিরাপদ বোধ করছেন বলে দাবি করছেন
করোনা ভাইরাস বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রা।
ক্রেতা বিক্রেতার সুরক্ষায় সুপার শপগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইনাম আহমেদ।
সম্প্রতি স্কাইপে’তে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি গণমাধ্যমকে জানান, আমাদের স্টাফদের সেইফটি এবং কাস্টমারদের সেইফটির বিষয়ে আমরা অত্যন্ত সচেতন আছি। স্টাফরা সবাই মাস্ক-গ্রাভস ব্যবহার করছে, নিয়ম করে হাত ধৌত করছে।
এসময় খাদ্যসামগ্রী ও নিত্যপণ্যের পাশাপাশি বেড়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চাহিদা। বিশেষ করে গত দেড় মাসে অস্বাভাবিক হারে চাহিদা বেড়েছে সাবান, হ্যান্ড স্যানিটাইজারের মতো পণ্যগুলোর। এসব পণ্য বিক্রি বাড়ার মধ্যে দিয়ে সুপার শপ গুলোতে ২০ শতাংশ বিক্রি বেড়েছে বলে জানান কাজী ইনাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।