পাবনার চাটমোহরের আলোচিত ৩০ মণ ওজনের পালোয়ান গরুটি এখন পর্যন্ত বিক্রি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন গরুর মালিক আব্দুল্লাহ আল মাসুদ। ঢাকার খিলক্ষেত সংলগ্ন এলাকার হাটে নিয়ে গিয়ে ক্রেতার নিকট থেকে ন্যায্য দাম না পাওয়ায় গরুটি বিক্রি করেননি তিনি। তবে এখন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে তার প্রিয় গরুটিকে দিতে চান মালিক মাসুদ।
মোবাইল ফোনে গরু পালোয়ানের সর্বশেষ খবর জানতে চাইলে মালিক আব্দুল্লাহ আল মাসুদ জানান, আজ প্রায় ৬ দিন হলো গরুটি নিয়ে ঢাকায় আছি। একটি ক্রেতাও পেলাম না পালোয়ানের একটি দাম বললো। সবাই গরুর দাম শুনেই চলে যায়। বিক্রি না হওয়ার কারণে দেশের বাড়িতে নিয়ে যেতে আবার খরচ হবে প্রায় ২০ হাজার টাকা। আর এ গরু আমি গ্রামে নিয়ে গিয়েই বা কি করবো।
তিনি আরো বলেন, আমি সিন্ধান্ত নিয়েছি, পালোয়ানকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে যেতে চাই। তিনি যদি আমার সখের পালোয়ানকে গ্রহণ করে কোরবনি দিয়ে গরীব দুঃস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করে দেন আমি পরম তৃপ্তি পাবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।