আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি সতর্ক অবস্থায় রয়েছে ভারতের মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, হায়দরাবাদ থেকে কলকাতা, মুম্বাই থেকে বেঙ্গালুরু সর্বত্র মসজিদে দেওয়া হচ্ছে বিশেষ বার্তা।
বিজেপি সরকার বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, ভারতজুড়ে হবে এনআরসি। আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলও।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশ্বাস, ভারতীয় মুসলমানদের এতে ভয়ের কিছু নেই। তবুও সাম্প্রতিক নানা ঘটনা থেকে আশঙ্কায় সংখ্যালঘুরা। তাই নথি সংক্রান্ত যাবতীয় তথ্য সঠিক রাখার জন্য প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে সতর্ক করা হচ্ছে মসজিদের পক্ষ থেকে।
এই সহায়তার জন্য বিভিন্ন সংগঠনে সাহায্য শিবিরও চালু করেছে। সতর্কতামূলক নির্দেশনা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। নাগরিকত্বের বিভিন্ন নথিতে যাতে তথ্য একই থাকে সে জন্য ‘গাইডবুক’ও বিতরণ করা হয়েছে।
আসামে এনআরসি থেকে বাদ পড়েছে ১৯ লাখের বেশি মানুষ। শিবিরের উদ্যোক্তাদের দাবি, নথিতে ভুল থাকার কারণে তালিকা থেকে অসংখ্য মানুষের নাম বাদ গিয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এই আয়োজন।
বেঙ্গালুরুর জামিয়া মিলিয়া মসজিদের ইমাম ইমরান মাসুদ বলেন, “গত তিন মাস ধরেই আমরা মুসলিমদের নথিতে থাকা ভুল ঠিক করার কথা বলে আসছি।”
কর্ণাটকে প্রায় আটারোশ’ মসজিদ রয়েছে। জানা গিয়েছে, জুমার শেষে প্রতিটি মসজিদে সতর্ক করা হচ্ছে। একটি মসজিদের সম্পাদক সুহেল আহমেদ বলেন, “প্যান ও আধার কার্ড যেসব মুসলিমদের নেই তাদের এই ধরনের শিবিরের মাধ্যমে পরিচয়পত্র করে দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৬ হাজার ফরম বিতরণ করা হয়েছে।”
একই সঙ্গে অকারণ হয়রানি কমাতে সবাইকে তাদের সার্ভিস রেকর্ড রাখতে বলা হয়েছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এনআরসির কথা স্পষ্ট করতেই তৎপরতা আরও বেড়েছে।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে জানানো হয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের নানা জায়গায় এই ধরনের শিবির করা হয়েছে। হায়দরাবাদেও এক দল স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে। পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলছে বিক্ষোভ-আন্দোলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, তার রাজ্যে নতুন আইন ও এনআরসি করা যাবে না। তবে প্রয়োজনীয় নথি ঠিকঠাক রাখতে বলেছেন তিনি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.