যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশের হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল মিনিয়াপোলিস শহর। সেইসঙ্গে, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউইয়র্কসহ অন্যান্য কয়েকটি অঙ্গরাজ্যেও।
বৃহস্পতিবার (২৮ মে) বিক্ষুব্ধ জনতা বিক্ষোভের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় মিনিয়াপোলিস পুলিশ স্টেশনে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের কয়েকশ সদস্যকে। বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় চার পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়েরের দাবি জানানো হয়েছে। যদিও, এ বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গেল সোমবার, জর্জ ফ্লয়েড নামে ৪৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ পুলিশের হাতে আটকের পর মারা যান। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে, মাটিতে পড়ে থাকা অবস্থায় হাঁটু দিয়ে ফ্লয়েডের ঘাড় চেপে ধরতে দেখা যায় এক পুলিশ সদস্যকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



