দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চেরনোবিল বিস্ফোরণ আর ৯/১১ এর বিষয়ে আগেই বলে গিয়েছিলেন তিনি। তাঁর ফলে যাওয়া ভবিষ্যদ্বাণীর তালিকায় আছে ইন্দিরা গান্ধীর হত্যাকান্ড, বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়ার মতো ঘটনাও। বাবা ভাঙ্গা নামেই পরিচিত এই অন্ধ জ্যোতিষী। বুলগেরিয়ান এই নারীর ছিল অলৌকিক ক্ষমতা। অন্তত তাঁর অনুসারী তাই বলতেন। সেই ১৯৯৬ সালে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু তার আগে তিনি পৃথিবীর বুকে ঘটতে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে দিয়ে গিয়েছেন অনেক থিওরি ও ভিশনের বর্ণনা।
আসল নাম তাঁর ভাঙ্গেলিয়া পান্দেভা গুশতেরোভা। ১৯১১ সালে জন্ম নেওয়া এই নারী ১২ বছর বয়সে এক ভয়ঙ্কর ঝড়ে অন্ধ হয়ে যান। বলা হয়, এরপর থেকেই তিনি ভবিষ্যতের বিষয়ে অনেক কথা আগে থেকেই বলতে পারার ক্ষমতা লাভ করেন। অনেক সময় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভিক্ষ নিয়ে আগাম সতর্কতা দিয়েছেন তিনি জীবদ্দশায়। আর সামনে কী ঘটতে চলেছে পৃথিবীতে, সে নিয়েও অনেক কথা বলে গিয়েছেন তিনি।
‘ইস্পাতের পাখি আমেরিকাকে আঘাত করবে, পরাস্ত করবে’। ৯/১১-এর ঘটনাবলী অনেকটাই মিলে যাচ্ছে বাবা ভাঙ্গার এই কথার সঙ্গে। এদিকে ইন্দিরা গান্ধীর জাফরানি রঙা শাড়িতে আততায়ীর হাতে নিহত হওয়ার কথাও বলেছিলেন তিনি। আমেরিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নিয়েও তাঁর ভবিষ্যদ্বাণী ছিল। লেডি ডায়ানার গতির প্রভাবে মৃত্যু, ৮০ র দশকে চেরনোবিলের ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ আর জাপানের প্রলয়ংকরী সুনামির বিষয়ে বাবা ভাঙ্গার কথা ফলেছে।
তাই তো বিশ্বজুড়ে এখনো অনেকেই তাঁর ভবিষ্যদ্বাণী বেশ গুরুত্ব সহকারে আমলে নেন। রয়েছে বাবা ভাঙ্গার বহু অনুসারী। সবচেয়ে অবাক ব্যাপার হলো, ১৯৯০ সালে এক ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেন, ১৯৯৬ সালের ১১ আগস্ট তিনি মারা যাবেন। আর সবাইকে হতবাক করে দিয়ে ঠিক সেদিনই তাঁর মৃত্যু হয়।
২০২৫ সালের জন্য মৃত্যুর আগেই এই জ্যোতিষী বেশ কিছু কথা বলে গিয়েছেন। বাবা ভাঙ্গার মতে, আগামী বছরই শুরু হবে পৃথিবী ধ্বংসের সূচনা। তবে মানবজাতি পুরোপুরি বিলীন হবেনা এখনই। তিনি বলেছেন, ইউরোপে বিধ্বংসী যুদ্ধ হবে এ বছরে যার পূর্বাভাস রাশিয়া ইউক্রেন দ্বৈরথের মধ্য দিয়ে ইতিমধ্যে আসলে শুরু হয়ে গিয়েছে।
পুতিনের জয়ের বিষয়েও ইশারা আছে নাকি তাঁর পূর্বাভাসে। এদিকে বাবা ভাঙ্গার মতে ২০৪৩ সালে মুসলিমদের শাসন থাকবে ইউরোপে এমন কথাও বলা আছে। ৫০৭৯ সালে পৃথিবী ধ্বংসের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন তিনি সেই সঙ্গে। আবার বাবা ভাঙ্গা ২০২৫ সালে পৃথিবীর সঙ্গে এলিয়েনদের যোগাযোগ হওয়ার কথা বলেছেন, যা নিয়ে কিছু সন্দেহের অবকাশ আছে বলে অনেকেই মত দিচ্ছেন। তবে এত ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ার পরে এই বিখ্যাত জ্যোতিষীর কথা পুরোপুরি উড়িয়েও দেওয়া যাচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।