বিগবস জেতার নেশায় প্যান্টে প্রস্রাব, সেই বাঙালী অভিনেত্রীর অস্ত্রোপচার

অভিনেত্রীর দেবলীনা

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এই শো নিয়ে বিতর্কও কম নেই। এদিকে দিন দিন চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে চলেছে ‘বিগ বস ১৫’। বিগ বসের ঘরের নিয়মিত সদস্যে পরিণত হয়েছেন হিন্দি ভাষার ‘সাথ নিভানা সাথিয়া’ টিভি সিরিয়ালে গোপী বৌমার চরিত্র রূপায়নকারী দেবলীনা ভট্টাচার্য ও রাশমি দেশাই।

বাঙালী অভিনেত্রীর

চলতি মাসের শুরুর দিকে পোল টাস্কে মুখোমুখি হয়েছিলেন দেবলীনা-রাশমি। এই টাস্ক জয়ের জেদ তাদের এতটাই ছিল যে, টানা ১৯ ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকেন দেবলীনা। পরিস্থিতি এমনই পৌঁছায় যে, নিজের প্যান্টে প্রস্রাব করে দেন; তবু হাল ছাড়েননি আসামের এই বাঙালি অভিনেত্রী। কিন্তু সেই টাস্কই কাল হয়েছে দেবলীনার। কারণ তার পায়ের নার্ভ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য অস্ত্রোপচার করতে হচ্ছে তার।

শুক্রবার (২৮ জানুয়ারি) দেবলীনার অস্ত্রোপচার হবে। ইনস্টাগ্রাম লাইভে এসে এসব তথ্য জানান তিনি নিজেই। এ অভিনেত্রী বলেন—‘পোল টাস্কে ১৯ ঘণ্টা দাঁড়িয়েছিলাম। দীর্ঘ সময় এভাবে দাঁড়িয়ে থাকার কারণে আমার পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার অস্ত্রোপচার হবে। যদিও বিষয়টি সিরিয়াস; তারপরও আমি সব সামলে নেব।’

প্রসেনজিৎকে বাংলায় শুভেচ্ছা জানালেন অমিতাভ

এসব কথা বলতে বলতে দেবলীনার চোখের পাতা ভিজে উঠে। কায়দা করে নিজেকে সামলেও নেন। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন—‘আমি চাই আপনারা আমার পাশে থেকে আশীর্বাদ করুন। আমার খারাপ সময় চলছে। কী জানি এর মধ্যে হয়তো ভালো কোনো কিছু লুকিয়ে আছে।’

অস্ত্রোপচারের কারণে বিগ বসের চূড়ান্ত আসরে দেখা যাবে না দেবলীনাকে। আগের সিজনের মতো এই সিজনেও তাকে ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।