‘ The Flight Attendant ‘ টিভি সিরিজে অভিনয় করা সেরা অভিনেত্রী Kaley Cuoco এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
Kaley Cuoco বর্তমানে যুক্তরাষ্ট্রে সেরা অভিনেত্রীদের একজন। আগে যারা তার নাম শুনেনি সেসব দর্শকরাও তার প্রতি মুগ্ধ। এখন সোশাল মিডিয়ায় তাকে নিয়েই সবথেকে বেশি আলোচনা হচ্ছে।
রেড কার্পেটে হেটে যাওয়ার একটি পুরোনো দৃশ্য ইন্সটাগ্রামে ভাইরাল হয় জুলাই মাসের ১৭ তারিখে। সোশাল মিডিয়ায় দর্শকরা তাকে দেখে কতটা অবাক হয়েছে বলার ভাষা থাকবে না। কেননা তাকে খুবই সুন্দর লাগছিলো যা বেশ মনোমুগ্ধকর।
দর্শকরা মনে করে, তার সৌন্দর্য্য সবাইকে এতটাই টেনেছে যে কেউ চোখ সরাতে পারছিলো না। তাকে বিগ ব্যাং থিওরি স্টার বলা হয়। ওয়েব সিরিজে ভালো পারফরম্যান্সের জন্য ২০১৮ সালেই তাকে বিগ ব্যাং থিওরি স্টার বলা হচ্ছে।
Kaley এর পূর্বের স্বামী Kale Cook লস আঞ্জেলেস এ একটি চ্যারিটি ইভেন্টে যোগদান করেন। তিনি কালো রঙের আকর্ষণীয় ড্রেস পড়েছেন ও ব্ল্যাক হিল পড়েছেন। উন্মুক্ত ঠোট ও আকর্ষণীয় চাহনি এবং সাহসিকতা প্রকাশ প্রায় এমন ব্যক্তিত্ত্ব এসবকিছুই সোশাল মিডিয়ায় দর্শকদের প্রশংসা পাওয়ার কারণ হয়েছে।
Kaley নিয়ে ইন্সট্রাগ্রামে পোস্ট দেওয়ার পরপরই দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে। প্রিয় অভিনেত্রীকে সবাই প্রশংসায় ভাসিয়ে দেয়। অনেক কমেন্ট আসতে থাকে। Kaley কে দেখতে অনেক Gorgeous লাগছিলো। এমন কমেন্ট একজন করেছে। অন্যজন ফায়ার ইমোজি দিয়েছে। হয়তো আগামী সময়ে Kaley অন্য স্টাইলের পোশাল পড়ে কোন ইভেন্ট এ আসবেন ও দর্শকরা তাকে প্রশংসায় ভাসাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।